যেমন হবে মওলা আলী (রাঃ) ব্রিলিয়ান্ট টাচ্ বৃত্তি পরীক্ষার প্রশ্ন কাঠামো
পটিয়ার সাড়া জাগানো মেধাবৃত্তি পরীক্ষার সিলেবাস ও ফরম ইতিমধ্যে পটিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে গেছে। ১০ম বারের মতো অনুষ্ঠিত এই পরীক্ষা আগামী ডিসেম্বরের ১৯ তারিখ শুক্রবার, পটিয়ার এস.এ. নূর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। অনেক অভিভাবক ও শিক্ষার্থীরা জানতে চেয়েছেন এই পরীক্ষার প্রশ্ন কাঠামো কেমন হবে। বিভিন্ন পাবলিক পরীক্ষার আদলে সম্পূর্ণ MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা। ২৫ নম্বরের বাংলা, ২৫ নম্বরের ইংরেজি, ২০নম্বরের গণিত এবং ৩০ নম্বরের সাধারণ জ্ঞান বিষয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলা, ইংরেজি, গণিত বিষয়ের জন্য এনসিটিবির পাঠ্যপুস্তকে কিছু অধ্যায়/অনুশীলনী উল্লেখ করে দেওয়া হয়েছে এবং সাধারণ জ্ঞানের জন্য বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে প্রশ্ন দেওয়া আছে। সাধারণ জ্ঞানের মধ্যে রয়েছে বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, ধর্মীয় বিষয়াবলী, খেলাধুলা, সাহিত্য সংস্কৃতি ও ইতিহাস, বিজ্ঞান ও প্রযুক্তি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি। ৩য় শ্রেণী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত স্কুল, মাদ্রাসা, নূরানী ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। ফরম পাওয়া...







